Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে রেহাই মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্য সরকারের কৃষি বিভাগ থেকে ভিলেজ লেভেল ফার্ম মেশিনারি ব্যাংক, পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি সরকারি রেহাই মূল্যে প্রদানের জন্য জেলার কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে৷ করিমগঞ্জের কৃষি বিভাগের সহকারি কার্যনির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাবমিশন অন এগ্রিকালচারাল ম্যাকানাইজেশন বা সাম ২০২৩-২৩ প্রকল্পের অধীনে এই কৃষি যন্ত্রপাতি প্রদান করা হবে৷ ইচ্ছুক কৃষকদের নির্ধারিত প্রপত্রে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করিমগঞ্জের কৃষি বিভাগের সহকারি কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে জমা দিতে হবে৷ বিস্তারিত বিবরণ ওই কার্যালয়ে পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button