করিমগঞ্জে পথসভায় বিরোধীদের তীর্যক সমালোচনা SUCI(C) প্রার্থীর
করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের SUCI(C) দলের প্রার্থীর সমর্থনে বটরশি ও ফকিরাবাজারে অনুষ্ঠিত হল পথসভা৷ এতে প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব বলেন, শাসক দল জনগণের মূল ইস্যুকে আড়াল করে বিভাজনের রাজনীতি করছে৷ করিমগঞ্জে এসে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাগজ কল পুনরায় চালু করবেন৷ অথচ ২০২৪ সালের নির্বাচনে বিজেপির নেতারা কাগজ কল চালু করা নিয়ে কোনও কথা বলছেন না৷
তিনি বলেন, বরাকের বেকার যুবাদের কর্মসংস্থান প্রদানের বিষয়ে বিজেপির কোনও বক্তব্য নেই৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরি জোটে না এখানকার ছেলেমেয়েদের৷ তিনি বলেন, SUCI-র পক্ষ থেকে বারবার দাবি উত্থাপন করা হয়েছে সমস্ত সরকারি কার্যালয়ের শূন্যপদে নিয়োগ করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে শিল্প কারখানা গড়ে তুলে বেকার সমস্যার সমাধান করার৷ কিন্তু নতুন শিল্প-কারখানা গড়ে তোলা তো দূরের কথা, সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শূন্যপদে নিয়োগ করা হয়নি৷ বক্তারা কংগ্রেস-UDF-রও সমালোচনা করেন৷
করিমগঞ্জ শহরের রেলগেট, ছন্তরবাজার পয়েন্ট ও সেটেলমেন্ট বাজারের সম্মুখে আয়োজিত প্রচার সভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব ও দলের করিমগঞ্জ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য, SUCI-র করিমগঞ্জ জেলা কমিটির সদস্য কমরেড বিষ্ণু দত্ত পুরকায়স্থ, পিকলু দাস, সুজিত কুমার পাল, রূপশ্রী গোস্বামী প্রমুখ৷