Barak Valley

করিমগঞ্জে পরিবেশ দিবসে বসে আঁকো প্রতিযোগিতা

করিমগঞ্জ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে করিমগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংস্থা নৃত্যশ্রী কলা নিকেতন । প্রায় দুশো ছাত্রছাত্রী নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি একটি করে গাছ তুলে দেওয়া হয় । পরিবেশ রক্ষায় গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গৌতম চক্রবর্তী এবং অশেষ দাস । পুরস্কার বিতরনী অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন নৃত্যশ্রী কলা নিকেতনের প্রধান শিক্ষিকা সোনালী গোস্বামী চক্রবর্তী ।

অনুষ্ঠানের মূল বক্তা করিমগঞ্জ কলেজের অধ্যাপক পার্থ সারথি দাস তার বক্তব্য রাখতে গিয়ে গাছ লাগিয়ে তার রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন । পরিবেশ রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বনানী চৌধুরী ।

Show More

Related Articles

Back to top button