Barak Valley
করিমগঞ্জে পাঁচ কোটি টাকার ড্রাগস সহ গ্রেফতার এক মহিলা সমেত ত্রিপুরার দুই বাসিন্দা

করিমগঞ্জ : নিউ করিমগঞ্জে পাঁচ কোটি টাকার ড্রাগস সমেত গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ দুই পাচারকারীকে। ধৃতদের ত্ৰিপুরার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী এলাকার সফিকুল ইসলাম এবং সুমিত্রা দাস বলে পরিচয় পাওয়া গেছে।
আজ শুক্রবার বিকালে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশের দল অভিযানে নেমে মিজোরাম থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় পাচারের পথে ধরা পড়ে মহিলা সহ দুই ড্রাগস পাচারকারী। পুলিশের অভিযানে ১৫টি সাবান কেস থেকে ২০০ গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস এবং ১০ হাজার ২০০টি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ধৃতদের করিমগঞ্জ সদর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ সুপার ও ওসি ভবেন দিহাঙ্গিয়া।