EducationBarak Valley

করিমগঞ্জে পাশের হার ৭৫.৭%, জেলা সেরা রোল্যান্ডেস তন্ময়

করিমগঞ্জ : ‘সেবা’র সদ্য প্রকাশিত স্কুল শিক্ষান্ত পরীক্ষায় সীমান্ত জেলা করিমগঞ্জে কোনো নজরকাড়া সাফল্য নেই৷ তবে চমকহীন মাধ্যমিকের ফলাফলে এবারও জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর এসেছে রোল্যান্ডস মেমোরিয়াল হাইস্কুলে৷ এই স্কুলের তন্ময় দেব District Topper হয়েছে৷ করিমগঞ্জে এবার পরীক্ষায় বসেছিল মোট ১৬,৪৬৮ জন পরীক্ষার্থী৷ এরমধ্যে পাশ করেছে ১১,২৬৬ জন৷ জেলায় পাশের হার ৬৮.৪%৷ শহরের রোল্যান্ডস মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র তন্ময় দেব মোট ৬০০ নম্বরের মধ্যে ৫০০ নম্বর পেয়ে District Topper হয়েছে৷ তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৮%৷

তন্ময়ের এই ফলাফলে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক সহপাঠীরা খুশি৷ তন্ময়ের বাবা তুষারকান্তি দেব ও মা তুলসি মঞ্জুরি সিংহ খুশি ব্যক্ত করে বলেন, ছেলে পরিশ্রমের ফসল পেয়েছে৷ তবে মেধা তালিকায় তার নাম না থাকায় কিছুটা হতাশা ব্যক্ত করেন৷ সেবা থেকে top 5 candidate-র নাম প্রকাশ করা হয়েছে৷ এর মধ্যে ৫৮৮ নম্বর প্রাপকের নাম রয়েছে৷ নিজ ফলাফলে সন্তোষ ব্যক্ত করে তন্ময় জানান, এর পেছনে তার অভিভাবক এবং শিক্ষাগুরুদের যথেষ্ট অবদান রয়েছে৷ সায়েন্স নিয়েই সে পড়বে৷ এরপর IIT করে বৈজ্ঞানিক হওয়ার বাসনা রয়েছে৷ অত্যন্ত সহজ সরল প্রকৃতির ছেলে তন্ময় জানান, ১০-১২ ঘন্টা সে পড়াশোনা করেছে৷ রাজ্য পর্যায়ে top 5 -র মধ্যে থাকবে বলে সে আশাবাদী ছিল৷ আগামীতে আরো ভালো করে নিজের পড়াশোনা চালিয়ে যাবে বলে জানায় সে৷

Show More

Related Articles

Back to top button