Barak Valley
করিমগঞ্জে পিএম কিষান যোজনার সফল বাস্তবায়নে শিবির
করিমগঞ্জ, ৮ জুন : জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের সহযোগিতায় পিএম কিষান যোজনার সফল বাস্তবায়নের জন্য করিমগঞ্জ জেলায় বিশেষ সহায়তা শিবির শুরু হয়েছে। জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে । শিবিরে ইকেওয়াইসি, এবিপিএস, আইপিপিবি অ্যাকাউন্ট খোলার মতো সমস্যা গুলি খতিয়ে দেখা হচ্ছে বিভাগীয় তরফে ।
বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের লাতু সজপুর, মাইজগ্রাম, আকবরপুর, কেউটকোনা, হাথিখিরা, ডেঙ্গারবন্ধ, দক্ষিণ বদরপুর, চরগোলা, ঘোড়ামারা, দত্তপুর, শ্রীমন্ত কানিশাইল ও এংলারবাজার গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় শিবির । জেলা কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়া বিভিন্ন ব্যাংকের আধিকারিক, কর্মচারী সহ ব্যাঙ্ক মিত্ররা উপস্থিত ছিলেন ।