করিমগঞ্জে পিএম কিষান সুবিধা প্রাপকদের সিএসসি-র মাধ্যমে আধার সংযোগ করতে বলা হল

জনসংযোগ, করিমগঞ্জ : পিএম কিষান যোজনার সুবিধা প্রাপকদের জন্য কেন্দ্র সরকার পিএম কিষান যোজনার সাথে আধার সংযোগ প্রক্রিয়া চালু করেছে। এই প্রক্রিয়াটি অনলাইনে উপলব্ধ। যেসব সুবিধাভোগীদের আধার লিঙ্ক করা হয়নি বা ইতিমধ্যে বাতিল করা হয়েছে তারা বাড়ির নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন।
করিমগঞ্জ জেলায়ও অতীতে আধার সংযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে করিমগঞ্জ জেলার বিপুল সংখ্যক কৃষক প্রকল্পের সাথে আধার সংযুক্ত করা হয়নি। আধার লিঙ্কিংয়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সুবিধাভোগীরা ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পেতে সুবিধা প্রাপকদের আধার লিঙ্কেজ এবং ইকেওয়াইসি করা প্রয়োজন। তাই করিমগঞ্জ জেলা কৃষি বিভাগ থেকে আধার সঙ্গে যুক্ত নয় এমন প্রত্যেক সুবিধা প্রাপকদের আধার লিঙ্কিং সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে আধার লিঙ্কিং শুধুমাত্র সিএসসি কেন্দ্রের মাধ্যমে করা যেতে পারে বলে জানানো হয়েছে।