Updates
করিমগঞ্জে পিএম-পোষন চাল বরাদ্দ

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় চলতি জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের পিএম-পোষন (মিড ডে মিল) এর চাল বরাদ্দ করা হয়েছে। এতে আপার প্রাইমারি পর্যায়ে ছাত্র ছাত্রী পিছু দৈনিক ১৫০ গ্রাম এবং লোয়ার প্রাইমারি পর্যায়ে ছাত্র ছাত্রী পিছু দৈনিক ১০০ গ্রাম করে এই চাল বন্টনের জন্য বরাদ্দ করা হয়েছে বলে খাদ্য গণ বন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে পৃথক দুটি আদেশ যোগে জানানো হয়েছে।