করিমগঞ্জে পি এম কিষান যোজনার দ্বিতীয় পর্যায়ের বিশেষ শিবির অনুষ্ঠিত
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় পিএম কিষান যোজনার দ্বিতীয় পর্যায়ের বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কৃষি অফিসের উদ্যোগে ১২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিসে এই শিবিরের আয়োজন করা হয়েছে। জেলার ৫ টি রাজস্ব সার্কেলের ৯৫ টি গ্রাম পঞ্চায়েত অফিসে এই শিবিরগুলি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শিবির শুরু হবে। যে সব সুবিধাভোগীদের এখনও পিএম কিষান যোজনার সাথে আধার লিঙ্ক নেই এবং ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি তারা শিবিরে এসে এই কাজগুলি করতে পারবেন। এই ক্যাম্পে কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সিএসসি কেন্দ্রের কর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়াও সুবিধাভোগী যাদের আধার লিঙ্ক সম্পূর্ণ কিন্তু ইকেওয়াইসি করা হয়নি তারাও এই শিবিরে একই কাজ করতে পারেন। এই ক্যাম্পে নাম ও অক্ষরের সমস্যারও সমাধান করা ষাবে। শিবিরে আসার সময় সুবিধাপ্রাপকদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। জেলা কৃষি অফিসের পক্ষ থেকে জেলার পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের এই শিবিরে অংশ নিতে এবং প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ পাওয়ার যোগ্য করে তোলার আহ্বান জানানো হয়েছে।