করিমগঞ্জে পুলিশি অভিযানে উদ্ধার ২৯টি চুরির ব্যাটারি, আটক দুই
করিমগঞ্জ : করিমগঞ্জের মোবারকপুরে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ২৯টি চুরির ব্যাটারি। ব্যাটারি চুরির অভিযোগে আটক করা হয়েছে দুজনকে।
জানা গেছে, বুধবার সংগঠিত ব্যাটারি চুরি সংক্রান্ত মামলার তদন্তে নামে গিরিশগঞ্জ পুলিশ। চুরিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাত্ ওইদিন রাতেই পুলিশ সন্দেহজনক ভাবে আটক করে গুগরাকোনা গ্রামের আসাদ আলিকে (২৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসাদের স্বীকারোক্তির ভিত্তিতে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে অভিযানে নামে গিরিশগঞ্জ পুলিশের তদন্তকারী দল। আসাদের জবানবন্দি অনুযায়ী পুলিশ মোবারকপুরের একটি দোকানে হানা দিয়ে সেখান থেকে উদ্ধার করে ২৯টি ব্যাটারি। এরপর আটক করা হয় মোবারকপুরে সুনীলকুমার সরকারকে (৭৭)।
পুলিশের জনৈক আধিকারিক জানান, দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে বেশ কিছু ব্যাটারি চুরির তথ্য উদ্ধার করেছে পুলিশ।