Barak Valley

করিমগঞ্জে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের FLN training সম্পন্ন

করিমগঞ্জ : করিমগঞ্জ শহর শিক্ষাখন্ডের ৫ দিনের FLN training সমাপ্ত হল শনিবার৷ শহরের রামকৃষ্ণ বিদ্যানিকেতনে এই training অনুষ্ঠিত হয়৷ ২টি পর্যায়ে হয় training. ১ম পর্ব ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ও ২য় পর্ব ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়৷ এতে Resource Person হিসাবে ছিলেন CRCC চয়ন বণিক, গোপা সেন, সানি দে, নুরউদ্দিন, রাজশেখর দাস, অনন্যা দাস ও দেবলীনা কর৷

করিমগঞ্জ শহর শিক্ষা খন্ডের প্রত্যেকটি বিদ্যালয়ে প্রাথমিক স্তরের ৩ জন শিক্ষক-শিক্ষিকা training-এ অংশগ্রহণ করেন৷ ১ম দিন উপস্থিত ছিলেন করিমগঞ্জ DIET-র মিষ্টু ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য ও BRP মিতা সিনহা দাস৷ বিদ্যাপ্রবেশ NEP Structure নিয়ে আলোচনা করেন Resource Person দেবলীনা কর ও CRCC সানি দে৷

২য় ও ৩য় দিন centre পরিদর্শনে আসেন মিষ্টু ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য, BRP মিতা সিনহা দাস, শতাব্দী দত্ত দাস৷ ৪ দিনের বিরতির পর ৮ ও ৯ ডিসেম্বর ২য় পর্যায়ে দু’দিনের training অনুষ্ঠিত হয়৷ ৫ম দিন মিষ্টু ভট্টাচার্য একসঙ্গে দুটি কক্ষে ক্লাস নেন৷

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে training-র সমাপ্তি হয়৷ এদিন DEEO ইকবাল হোসেন বড়ভূঁইয়া, বিকাশ ভট্টাচার্য, দেবজ্যোতি দাস সহ সব CRCC ও BRP, RP উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button