করিমগঞ্জে ফ্রেন্ডস অফ আর্থের নেতাজি স্মরণ
করিমগঞ্জ : করিমগঞ্জ ফ্রেন্ডস অফ আর্থ সংস্থার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করা হয়৷ এদিন করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সভাগৃহে বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং বিদ্যালয়ের ছাত্র কর্তৃক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়৷ পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করেন জন্মজিৎ ভট্টাচার্য এবং তবলায় সহযোগিতা করেন জুয়েল ভট্টাচার্য৷ এরপর সংস্থার পক্ষে বিদ্যালয়ের অধ্যক্ষ শৈবালকান্তি দাস, উপাধ্যক্ষ আব্দুল হামিদ এবং প্রধান অতিথির মধ্যে পিকে রায়, সোমা চৌধুরী, অপূর্ব দত্ত, রঞ্জিত কুমার দেব প্রমুখকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়৷ পরবর্তীতে সব অতিথি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ এরপর বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আকস্মিক বক্তৃতা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈবালকান্তি দাস, আব্দুল হামিদ, পিকে রায়, সোমা চৌধুরী, অপূর্ব দত্ত, রঞ্জিত কুমার দেব, সোমা দত্ত, জয়ন্তী নাথ, জন্মজিৎ ভট্টাচার্য, জুয়েল ভট্টাচার্য,শ্যামল প্রসাদ চৌধুরী, রাজদ্বীপ সেন প্রমুখ৷ সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামল প্রসাদ চৌধুরী৷