Barak Valley

করিমগঞ্জে বাংলা সাহিত্য সভার মাতৃভাষা দিবস পালন

করিমগঞ্জ : বিশ্বের সব ভাষার প্রতি মর্যাদা রাখতে হবে৷ ভাষা-সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে৷ যত বেশি ভাষার জ্ঞান অর্জন করা যাবে, ততই বিশ্বের দরবারে পরিচিতি লাভ করা যায়৷ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন অসম বাংলা সাহিত্য সভার করিমগঞ্জ জেলা শাখার সভানেত্রী ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি৷

তিনি আরও বলেন, শুধু ভাষা শহিদ দিবস পালন করেই আমাদের দায়িত্ব শেষ নয়, তরুণ প্রজন্মকে মাতৃভাষার সুরক্ষা ও অন্য ভাষার মর্যাদায় এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়ন হওয়ার অপেক্ষা না করে ঘরে ঘরে মাতৃভাষা চর্চা বেশি করে করতে হবে৷ পাশাপাশি বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কথাও জানতে হবে৷ তাছাড়া ভাষা আন্দোলনের বর্তমান এবং অতীতকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি৷ ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি ৫২ সালের ভাষা আন্দোলন ও ইউনেস্কো বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষণার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি ‘৫২-র সঙ্গে ‘৬১ এবং ‘৮৬ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে যে অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়ছিল সেই লড়াইকে অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি৷

এদিন শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি, শ্রাবণী দাস, নারায়ণ মোদক, সমীরণ চক্রবর্তী, অলোক পাল ও অরূপ রায়৷ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অলোকা দে স্বামী ও মৌসুমী দাস বণিক৷

Show More

Related Articles

Back to top button