Barak Valley

করিমগঞ্জে বাড়ছে যানজট, দুর্ভোগ

করিমগঞ্জ : যানজটে জেরবার করিমগঞ্জের নাগরিক জীবন৷ ই-রিকশার সংখ্যা শহরে বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানজট বেড়েছে মাত্রাতিরিক্তভাবে৷ পুলিশের পক্ষে যানজট মুক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ গত মাস দুয়েক ধরে শহরের লক্ষীবাজার রোড পয়েন্ট অর্থাৎ সরকারি স্কুলের সামনা থেকে SBI Main Branch-র সামনা পর্যন্ত নিয়মিত যানজটের সমস্যা হচ্ছে৷ ওই এলাকায় করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কে প্রায় প্রতিদিন যানজট সৃষ্টির ফলে দুর্গতি বাড়ছে জনসাধারণের৷ এই যানজটের মূল কারণ ই-রিকশা বলেই সকলের মন্তব্য৷ এগুলোর অধিকাংশ চালকদের বেপরোয়া চলাচলের জন্যই সৃষ্টি হচ্ছে যন্ত্রণাদায়ক যানজট৷ সোমবার দুপুরেও ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ এই যানজট মুক্ত করতে হিমশিম খেতে হয় পুলিশকেও৷ ডিসি অফিস, ফৌজদারি আদালত সহ ব্যাঙ্কে যাওয়া মানুষদের জন্য যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়৷ যানজট নিরসনে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা৷

Show More

Related Articles

Back to top button