করিমগঞ্জে বিএসএফ-এর অভিযানে উদ্ধার ২৮টি গরু

করিমগঞ্জ : করিমগঞ্জে বিএসএফ-এর অভিযানে ২৮টি গরু উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত গরুগুলির বাজারমূল্য প্রায় ৯.৪০ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। ঘটনা সম্পৰ্কে বিএসএফ-এর পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, আজ বুধবার সকালে উত্তর করিমগঞ্জের কলিমা এলাকায় গরুর বাজার বসার খবর পেয়ে অভিযানে নামে বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন। অভিযানে নেমে অবৈধ বাজার থেকে প্রায় ৯.৪০ লক্ষ টাকার ২৮টি গরু উদ্ধার করা হয়েছে।
আধিকারিক জানান, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, সীমান্ত থেকে ২০ কিলোমিটারের মধ্যে কোনও গবাদি পশুর বাজার বসতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে কয়েকবার অবৈধ বাজারগুলিতে বিএসএফ-এর অভিযান চলে। কিন্তু তাতে বন্ধ হয়নি অবৈধ গবাদি পশুর বাজার। আগামীকাল বৃহস্পতিবার ঈদ। ঈদে কোরবানির জন্য গরু নিয়ে কালিমায় বাজারের ব্যবস্থা করেন বিক্রেতারা। এই খবর পেয়ে অভিযান চালানো হয়।