করিমগঞ্জে বিজয় শালিনী শক্তি সম্মেলন অনুষ্ঠিত
করিমগঞ্জ : জেলা মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে এবং সেবা সুরভির সৌজন্যে পাবলিক স্কুলের খেলার মাঠে বিজয় শালিনী শক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ড. সুপর্ণা রায়, অধিভক্তা কৃষ্ণকলি দাস, কৃষ্ণা ভট্টাচার্য এবং সুপর্ণা দে৷ তেজস্বী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে তথা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সমাজের নানা ক্ষেত্রের মায়েদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্র জাগরণের এই মহান সংকল্পকে বাস্তবায়িত করার জন্য সমাজের নানা ক্ষেত্রের মায়েদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্র জাগরণের এই মহান সংকল্পকে বাস্তবায়িত করার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়৷
জেলা সংযোজক পূরবী দে বলেন, ভারতীয় বিচারধারায় মহিলাদের স্থান অত্যন্ত উঁচু এবং সম্মানজনক স্থিতিতে রয়েছে৷ বৈদিক কাল থেকে এখন পর্যন্ত মহিলাদের শৌর্য, ত্যাগ, তিতিক্ষা, তেজস্বীতা, বীরত্ব ও পবিত্রতার ইতিহাসে ভরা৷ ভারতের নারীরা ধর্মের জন্য সবকিছু ত্যাগ করতে পারেন কিন্তু কোনও কিছুর বিনিময়ে ধর্ম ত্যাগ করতে পারেন না৷
বলেন, এদেশের বিদ্যা, যশ, শ্রী এবং শক্তির অধিষ্ঠাত্রী দেবী রূপে নারীকে কল্পনা করা হয়৷ ‘নারী তু নারায়ণী’ এই ভাবধারায় ভাবিত ভারতবর্ষের প্রবাহমানতা হঠাৎ করে মধ্যযুগে বাধা প্রাপ্ত হয়৷ কারণ বিদেশি আক্রমণকারীদের বর্বরতায় এ দেশের মাতৃশক্তির সম্ভ্রম ভুলুন্ঠিত হচ্ছিল তাই মাতৃশক্তির মর্যাদা রক্ষার জন্য সমাজ ব্যবস্থায় কিছু নিয়মাবলী প্রচলন করা হয়৷ সে যুগের নারী যদি যজ্ঞোপবীত ধারণ করে পুরুষের সঙ্গে সমানভাবে চর্চিত হয়ে থাকেন তবে আজকের নারীও কিন্তু সীমান্তে প্রহরারত সৈনিক রূপে নিজের ক্ষমতা প্রয়োগে সক্ষম৷
রবিবার অনুষ্ঠিত কার্যক্রমে ৩টি পর্যায়ে ভাগ করা হয়৷ প্রধান পর্বে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সুপর্ণা রায় ‘ভারতীয় চিন্তনে মহিলা’ বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন৷ তার বক্তব্যে বৈদিক কাল থেকে বর্তমান কাল পর্যন্ত ভারতীয় চিন্তনে মহিলাদের স্থান স্পষ্ট ফুটে ওঠে৷
২য় পর্বে চর্চার মাধ্যমে বর্তমান ভারতের মহিলাদের স্থিতি নিয়ে উপস্থিত মহিলারা নানা প্রশ্ন উত্থাপন করেন৷ রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত প্রচারক তথা অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ সবার প্রশ্নের উত্তর দেন৷ মায়েদেরকে পাশ্চাত্য সভ্যতার আধারে সন্তানকে শিক্ষিত না করে ভারতীয় মূল্য বোধের আধারে শিক্ষার সঙ্গে জ্ঞানের আলোয় আলোকিত করার আহ্বান জানান৷
আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দে রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন মহিলা সমন্বয় সমিতির প্রান্ত সংযোজক স্নিগ্ধা দাস৷ কার্যক্রম সঞ্চালনা করেন পূবালী পুরকায়স্থ, সুস্মিতা ভট্টাচার্য এবং মিতা সাহা দাস৷ অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন সংহিতা দাস ও লক্ষ্মী চন্দ্র৷ সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিজয় শালিনী শক্তি সম্মেলনের সদস্যরা৷ ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা সমন্বয় সমিতির সদস্যা গৌতমী ভট্টাচার্য৷