করিমগঞ্জে বিনামূল্যে লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জের চক্ষু ছানি সনাক্তকরণ শিবির
করিমগঞ্জ : মঙ্গলবার করিমগঞ্জের লক্ষীবাজার হাইস্কুলে লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ এবং লিও ক্লাব অব করিমগঞ্জ ইউথ এর উদ্যোগে এক চক্ষু ছানি সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই শিবিরে ৯০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ৩১ জন রোগীকে চক্ষু ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয় এবং বাকিদেরকে চিকিত্সকদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ এবং রেহাই মূল্যে চশমা দেওয়া হয়।
শিলচর লায়ন্স আই হসপিটাল এর ডাক্তার প্রবীণ কুমার সিং এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন এবং যারা সহায়তায় ছিলেন তারা হলেন মিতালি দে ও রাহুল বিশ্বাস।
প্রয়াত হনূমান প্রসাদ জৈনের স্মৃতিতে উনার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় বিনামূল্যে অনুষ্ঠিত এই শিবিরে আজ ২০ জন ছানি পড়া রোগীদের মঙ্গলবার চোখের ছানি অস্ত্রোপ্রচার করে তাতে আই ও এল লেন্স লাগাবার জন্য শিলচর লায়ন্স আই হসপিটালে পাঠানো হয়। বুধবার শিলচর আই হসপিটালে এই রোগীদের ছানি অস্ত্রোপ্রচার করে আই ও এল লেন্স লাগিয়ে দেওয়া হবে এবং তাদেরকে আবার লক্ষীবাজার হাইস্কুলে পৌঁছে দেওয়া হবে।
বাকি সনাক্তকৃত রোগীদের আবার ৩রা অক্টোবর মঙ্গলবার শিলচর নিয়ে গিয়ে অস্ত্রোপচার করিয়ে পরে নিয়ে আসা হবে। রোগীদের এই আসা-যাওয়া থাকা-খাওয়া এবং অস্ত্রোপচার সবকিছুই সম্পূর্ণ বিনামূল্যে হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।
সমাজের আর্থিক দুর্বল এবং দুস্থ মানুষেরা যাতে নিজেদের কাজ নিজেরাই করতে পারেন তার জন্যই লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জের এই উদ্যোগ। আর এই উদ্যোগকে সহায়তা করছেন লায়ন্স সার্ভিস ট্রাস্ট অফ করিমগঞ্জ এবং জেলা অন্ধত্ব নিবারণ সমিতি।
লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জের পক্ষ থেকে শিবির পরিচালনা করেন ক্লাব সভাপতি গৌতম দেব রায় মুখ্য আধিকারিক কৌশিক রঞ্জন দে, প্রকল্প আধিকারিক বিশ্বনাথ দেব । উপস্থিত ছিলেন সন্তোষ কুমার জৈন, রঞ্জন চৌধুরী, শঙ্কর বনিক, শিখা দে, সঞ্চায়িতা দেব, নরেন্দ্র বণিক, পীযূষ শুক্লবৈদ্য সহ অনেকে । লিও ক্লাব অব করিমগঞ্জ ইউথের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিও শ্রীনাথ বণিক, অভিষেক চক্রবর্তী, ঋদ্ধি রায়, আয়ুষ বনিক এবং অন্যান্যরা।লক্ষীবাজার হাইস্কুলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষরা এই শিবির পরিচালনায় সহায়তা করেন বলে লায়ন্স ক্লাবের জনসংযোগ আধিকারিক সঞ্চয়িতা দেব জানিয়েছেন।