Barak Valley
করিমগঞ্জে ভারত বিকাশ পরিষদের বিকলাঙ্গ শিবির ১০ই
করিমগঞ্জ : ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার উদ্যোগে বিকলাঙ্গ শিবিরের আয়োজন করা হয়েছে । আগামী ১০ ই ডিসেম্বর রবিবার করিমগঞ্জ কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ।
দুঃস্থদের সেবায় ৩৫ তম বিকলাঙ্গ পরীক্ষা, পরিমাপ ও কৃত্রিম অঙ্গাদি বিতরণ শিবিরে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অস্থিঃ বিশেষজ্ঞ ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থ ।
ইচ্ছুক ব্যক্তিদের নির্দ্ধারিত দিন অর্থাত্ ১০ই ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার মধ্যে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে উপস্থিত থেকে ৩০.০০ (ত্রিশ) টাকা জমা দিয়ে নাম নথিভুক্ত করতে পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে । এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন পরিষদের করিমগঞ্জ শাখার সম্পাদক নন্দ কিশোর বণিক ।