Barak Valley

করিমগঞ্জে মজুত রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী

করিমগঞ্জে ৩৩ দিনের চাল মজুত রয়েছে, রয়েছে ৯ দিনের পেট্রোল

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে আগামী ৩৩ দিনের চাল মজুত রয়েছে৷ মজুতি চালের পরিমাণ হচ্ছে ৮৮,৮৫০.৩০ কুইন্টাল, চলবে ৩৩ দিন৷ জেলা খাদ্য, গণ বন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে৷ এছাড়াও ডাল মজুত রয়েছে ১৭,২০৫ কুইন্টাল, চলবে ১৩ দিন আটা ২,২৮০.৯৮ কুইন্টাল, চলবে ৯ দিন, ময়দা ২০৮৩.২৩ কুইন্টাল, চলবে ১১ দিন৷

এলপিজি সিলিন্ডার মজুত ৬,৭৮৭টি, ভোজ্য তেল ও ময়দা ১১ দিনের

এদিকে ভোজ্য তেল মজুত রয়েছে ৯৯,৮০৮.৭৬ লিটার, চলবে ১১ দিন, লবণ ১৩,৯৭৬.৮৫ কুইন্টাল, চলবে ৩২ দিন, আলু ৪৯,৯৯৮.৩৭ কুইন্টাল, চলবে ২৪ দিন, পেঁয়াজ ৪১,৮৭৫.৯৬ কুইন্টাল, চলবে ১৮ দিন৷

এছাড়াও মোটর স্পিরিট বা পেট্রোল মজুত রয়েছে ২,৯৫,৮৯৭ লিটার, হাই স্পিড ডিজেল রয়েছে ৪০,৭৯,৮৮৯ লিটার, এলপিজি সিলিন্ডার রয়েছে ৬,৭৮৭টি৷ গমের ভূষি ২ হাজার ৮৭ কুইন্টাল, ধানের তুষ ৮৬৫ কুইন্টাল এবং চিনি মজুত রয়েছে ২,৭৪৩ কুইন্টাল৷

Show More

Related Articles

Back to top button