Barak Valley
করিমগঞ্জে মিড ডে মিলের চাল বরাদ্দ
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় এপ্রিল, মে ও জুন মাসের পি এম পোষন (মিড ডে মিল)র চাল বরাদ্দ করা হয়েছে৷ এই চাল ছাত্র-ছাত্রী পিছু প্রতিদিন ক-মান শ্রেণিতে ১০০ গ্রাম, লোয়ার প্রাইমারি পর্যায়ে ১০০ গ্রাম এবং আপার প্রাইমারি পর্যায়ে ১৫০ গ্রাম করে বরাদ্দ করা হয়েছে বলে খাদ্য গণ বন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জানানো হয়েছে৷