Barak Valley

করিমগঞ্জে রক্তাল্পতা শনাক্তকরণ শিবির

করিমগঞ্জ : রক্তাল্পতার বিরুদ্ধে লড়াইয়ের দিকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করে শনিবার করিমগঞ্জ জেলাজুড়ে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে ‘টি থ্রি’ পরীক্ষা ও চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷

জাতীয় স্বাস্থ্য মিশনের করিমগঞ্জের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, এই শিবিরগুলি পোষন মাস উদযাপনের অংশ হিসাবে এবং রক্তাল্পতার পরীক্ষা, চিকিৎসা প্রদান এবং সুস্থ থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন, বিশেষত গর্ভবতী মহিলা এবং অল্প বয়স্ক মেয়েদের জন্য অনুষ্ঠিত হচ্ছে৷ স্বীকৃত সামাজিক স্বাস্থ্য বা আশা কর্মীরা গর্ভবতী মহিলা ও মেয়েদের এই শিবির সম্পর্কে জানাতে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন৷

পাশাপাশি আরবিএস-কের অধীনে মোবাইল হেলথ টিমগুলি রক্তাল্পতা পরীক্ষা করার জন্য স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করছে৷ রক্তাল্পতা শীঘ্রই শনাক্তকরণ ও শিশুদের সুস্থ থাকার বিষয়ে শেখানোর মাধ্যমে, তারা নিশ্চিত করেছে যে, প্রত্যেকেরই সুস্বাস্থ্যের উপর ন্যায্য পাওনা রয়েছে৷

স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. সুমনা নাইডিং জানান, এই ‘টিথ্রি’ ক্যাম্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, রক্তশূন্যতার জন্য লোকদের পরীক্ষা করা, যাদের এটি রয়েছে তাদের চিকিৎসা করা এবং কীভাবে সুস্থ থাকতে হয়, সে সম্পর্কে কথা বলে এটি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে৷ যাতে প্রত্যেকে এই সেবা পায়৷ তিনি আরও জানান, অ্যনিমিয়া বা রক্তাল্পতা একটি বড় সমস্যা৷ বিশেষ করে গর্ভবতী ও অল্প বয়স্ক মেয়েদের জন্য যাদের অতিরিক্ত পুষ্টি প্রয়োজন৷ তাই এ ধরনের ক্যাম্প ও স্ক্রিনিংয়ের মতো উদ্যোগের মাধ্যমে আমরা এটিকে তাড়াতাড়ি সমাধান করতে এবং সবাইকে সুস্থ রাখতে বড় পদক্ষেপ নিচ্ছি৷ অ্যানিমিয়া মুক্ত ভারত হল ভারতের নারী ও শিশুদের মধ্যে রক্তশূন্যতা দূর করার জন্য একটি জাতীয় কর্মসূচি৷

কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নেতৃত্বে, প্রোগ্রামটি অ্যানিমিয়া প্রতিরোধ, এর জন্য পরীক্ষা করা এবং প্রত্যেকে সুস্থ জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করার জন্য চিকিৎসার ওপর দৃষ্টি নিবদ্ধ করে৷

Show More

Related Articles

Back to top button