করিমগঞ্জে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে ১ তারিখ ১ ঘন্টা শ্রমদান করে সাফাই অভিযান

জনসংযোগ, করিমগঞ্জ, ১ অক্টোবর : গান্ধী জয়ন্তীর প্রাক্কালে রবিবার কেন্দ্র ও রাজ্য সরকারের আহ্বান স্বচ্ছতার জন্য ১ তারিখ ১ ঘন্টা শ্রমদানের মাধ্যমে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং করিমগঞ্জ পৌরসভার সহযোগিতায় সাফাই অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে এক ঘন্টা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রাঙ্গন ও সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালানো হয়েছে। এতে ডিডিসি দীপক জিডুং, এডিসি ধ্রুবজ্যোতি দেব, আনিস রসুল মজুমদার, মিনার্ভা দেবী আরামবাম, চক্র আধিকারিক, সহকারি আয়ুক্তগণ এবং জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও তার কার্যালয়ের আধিকারিক ও কর্মীদের সহযোগে এস পি অফিসের সম্মুখস্ত লাচিত উদ্যান এবং সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালানো হয়।
এদিকে করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে করিমগঞ্জ শহরের এও সি পয়েন্ট সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশ থেকে শ্রমদানের মাধ্যমে এক সাফাই অভিযান চালানো হয়। এতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উপ পৌরপতি সুখেন্দু দাস, পৌরসভার ওয়ার্ড কমিশনারগণ এবং কলেজের ছাত্র-ছাত্রীদের সহযোগে ওই এলাকায় সাফাই অভিযান চালানো হয়। এদিনের সাফাই অভিযানে অংশগ্রহণ করে জেলা আয়ুক্ত জানান গান্ধীজীর আদর্শ “স্বচ্ছতা হি সেবা” অর্থাৎ স্বচ্ছতা থেকে শুচিতা আসে যার ফলে জনমনে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। এছাড়া স্বচ্ছ পরিবেশে স্বাস্থ্য ভালো থাকে এবং অসুখ-বিসুখ এড়ানো সম্ভব হয়। তাই তিনি জেলা বাসীদের প্রতি নিয়মিত এ ধরনের কার্যসূচির মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ রক্ষায় যোগদান করতে আহ্বান জানান।