Barak Valley
করিমগঞ্জে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সভা ২৫শে
করিমগঞ্জ : সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের করিমগঞ্জ শাখার এক সভা অনুষ্ঠিত হয়৷ সভার সভাপতিত্ব করেন অজয় দাস৷ সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন৷ রাজ্যিক ইনচার্জ রাজেশ তরফদারের নির্দেশে সভা অনুষ্ঠিত হয়৷ আগামী রবিবার ফের সভা আয়োজনের সিদ্ধান্ত হয়৷ করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১২:৩০টায় অনুষ্ঠিত হবে৷ সভায় রাষ্ট্রীয় হিন্দু পরিষদের অসম রাজ্যিক ইনচার্জ রাজেশ তরফদার উপস্থিত থাকবেন৷ সভায় শিবতোষ পুরকায়স্থ, অসম দাস, সৌরভ দাস, অরূপ চক্রবর্তী, যোগীরাজ চৌধুরী, অজয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ শ্রীরাম ধ্বনি দিয়ে সভর কাজ শেষ করা হয়৷