Barak Valley

করিমগঞ্জে রোগী দেখলেন মেডিকেল কলেজের নিউরো সার্জন ড. সম্বুদ্ধ ধর

করিমগঞ্জ : রবিবার প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা নিয়ে এলেন শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জন ড. সম্বুদ্ধ ধর৷ তার উপস্থিতিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে৷ অনুরূপভাবে চোখের রোগীদের পরীক্ষা করেন কেটারেক্ট সার্জন ড. জিনিয়া দেব৷ এদিন রোগীদের স্নায়ুরোগের সমস্যা ও সমাধান নিয়ে পরীক্ষার পাশাপাশি নানা পরামর্শ দেন এবং রোগীর জিজ্ঞাসার নানা উত্তর দিতে দেখা যায় চিকিৎসক সম্বুদ্ধ ধরকে৷ NEINC ব্যবস্থাপনায় ও করিমগঞ্জ রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ এদিন শিবিরে রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়৷ শিবির পরিচালনা করেন শিলচরের RMO দীপক দুবে, সোম দুবে, Marketing Officer বিশু দেব, ফার্মাসিস্ট বন দেব৷ তাছাড়া করিমগঞ্জ রোটারি ক্লাবের পক্ষে ছিলেন কাঞ্চন চৌধুরী, সুব্রত দাস, আসমত সুলতানা, মন্দির সরকার, কুমার চৌধুরী, জয় বসাক প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button