Barak Valley
করিমগঞ্জে শক্তি সম্মেলনে সভা কাল
করিমগঞ্জ : করিমগঞ্জে বিজয় শালিনী শক্তি সম্মেলনকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য আগামী মঙ্গলবার এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে৷ বিকেল ৪টায় শিলচর রোডের সমিতির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে৷ এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় ও প্রান্ত প্রচারিক সুপর্ণা দেব৷