Barak Valley

করিমগঞ্জে শতভিষা ক্লাবের থিম আধুনিক মন্দির

করিমগঞ্জ, ২৫ সেপ্টেম্বর : হাতে মাত্র ২৫ দিন৷ বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপূজার আনন্দে মেতে উঠবেন ৮-৮০৷ তারপরই বেজে উঠবে বোধনের শঙ্খ৷ ইতিমধ্যে শুরু হয়েছে এবছরের পুজোর প্রস্তুতি৷ আর সেই সঙ্গে বিভিন্ন পুজোমন্ডপ সেজে উঠছে নান থিমে৷ কয়েক বছর ধরে থিম পুজোর প্রতিযোগিতার নাম লিখিয়েছে শহরের অধিকাংশ ক্লাব৷ সেই দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে সীমান্ত শহরের নীলমণি রোডের শতভিষা ক্লাবের এবারের থিম আধুনিক মন্দির৷

দীর্ঘ ৫৫ ধরে ঐতিহ্য, নিষ্ঠা ও সাত্বিকতা বজায় রেখে পুজোর আয়োজন করে আসছে ক্লাব শতভিষা৷ সেই কারণেই ৫৬তম বর্ষে বিশেষ নজর কাড়া থিমের আয়োজন করা হয়েছে৷ গতবারের মতো এবারও থাকবে বেশ কিছু চমক৷ গতবছর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে মন্ডপের উদ্বোধন হলেও এবার কোনও ধরনের ক্রটি রাখতে চান না শিল্পী থেকে উদ্যোক্তারা৷ সব মিলিয়ে এবারের শারোদৎসব ঘিরে তৈরী হয়েছে নতুন উন্মাদনা৷ পুজোর জন্য ১০ লক্ষ টাকা বাজেট ধার্য করেছে পুজো কমিটি৷ প্রতিমা ও আলোকসজ্জা থাকবে মন্ডপের সঙ্গে সাজুয্য রেখে৷ তবে এবার মূল আকর্ষণ আধুনিক আলোর বাহার৷ আলোর রোশনাইয়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হবে৷

স্থানীয় শিল্পী বিল্টু রায় সহ তাঁর দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় গড়ে উঠবে থিম৷ ৩০ ফুট উচ্চতা আর ৫০ ফুট চওড়ায় থাকবে আধুনিক মন্দির৷ সাত্ত্বিক মতে প্রায় ১৫ ফুট উচ্চতার প্রতিমা গড়ছে মাতৃ শিল্পালয়৷ পুজো কমিটির সভাপদি পদে রয়েছেন বিপ্লব দে, কার্যকরী সভাপতি অপরূপ দাস, সম্পাদক কিশোর দে, কোষাধ্যক্ষ শুভঙ্কর রায়৷

সোমবার কার্যকরী সভাপতি অপরূপ দাস বলেন, এবার দুর্গাপূজায় তাদের যা থিম তা উপভোগ করবেন করিমগঞ্জের মানুষ৷ বলেন, প্রতিবছরই দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের৷ জেলা সহ বরাকের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ছুটে আসেন শতভিষার পুজোয়৷ ব্যতিক্রম হবে না এবারও৷ তিনি বলেন, পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে৷ ৩ দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে৷

Show More

Related Articles

Back to top button