Updates
করিমগঞ্জে শনি মন্দিরের বার্ষিক উৎসব রবিবার
করিমগঞ্জ : করিমগঞ্জ টাউন কালীবাড়ি রোডের শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে ৩০ মার্চ, রবিবার৷ এদিন সন্ধ্যা থেকে মন্দিরে শুরু হবে পুজো৷ চলবে ধর্মীয় অনুষ্ঠান৷ মহাপ্রসাদ বিতরণ হবে অকাতরে৷ ধর্মপ্রাণ জনগণকে ওইদিন বার্ষিক পুজোয় উপস্থিত থেকে মহাপ্রসাদ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন মন্দির কমিটির পক্ষে দেবল নন্দী৷