Barak Valley

করিমগঞ্জে শম্ভুসাগর পার্কে কবিগুর স্মরণ

করিমগঞ্জ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকাল ৭টায় করিমগঞ্জের শম্ভুসাগর পার্কে কবি মূর্তির পাদদেশে প্রভাতী অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ এদিন প্রথমে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উপ-পৌরপতি সুখেন্দু দাস, পৌর সদস্য বিশ্বজিৎ শুক্ল৷

এ দিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নুপুর নৃত্যালয় ও সুর মন্দির সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ সমবেত নৃত্য পরিবেশন করেন নুপুর নৃত্যালয়ের শিল্পীরা৷ পরে পুষ্প অর্পণ করেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন, বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্র, লোকসংস্কৃতিক মঞ্চ৷ সবশেষে মণিমুক্তা স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত ও কবিতা পাঠ করে কবি গুরুর প্রতি শ্রদ্ধা জানায়৷

Show More

Related Articles

Back to top button