Barak Valley

করিমগঞ্জে শম্ভুসাগর পার্কে কেন্দ্রীয় অনুষ্ঠান

করিমগঞ্জ : রবিবার মহান ভাষা দিবস৷ দিনটি বরাকবাসীর আত্মপরিচয়ের দিন৷ ভাষাগত অধিকার রক্ষায় উনিশে মে-র গৌরব গাথাকে স্মরণ করে মহান ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি চূড়ান্ত করিমগঞ্জে৷ শহরের প্রাণকেন্দ্রে স্থিত শম্ভুসাগর উদ্যানে শহিদ স্মারকস্থল প্রাঙ্গণে মহান ভাষা শহিদ দিবসে দিনব্যাপি অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে বরাকবঙ্গের তরফে৷ সকাল ৮টায় সম্মেলনের পক্ষ থেকে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷ সকাল ৯:৩০টা মিনিটে অনুষ্ঠিত হবে বিভিন্ন বিদ্যালয় এবং সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান৷

এদিকে, পৌরসভার পক্ষ থেকে শনিবার শহিদ বেদিতে সাফাই অভিযান জোরকদমে চলে৷ সাফাই অভিযান তদারকি করেন উপ-পৌরপতি সুখেন্দু দাস, ওয়ার্ড কমিশনার ডা. দেফতোষ পাল৷ রবিবার সকালে জেলা বিজেপি, জেলা কংগ্রেস, মাতৃভাষা সুরক্ষা সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, পৌরসভা, বিভিন্ন স্কুল সহ সাংস্কৃতিক সংগঠন ও সংস্থার তরফে শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে৷

Show More

Related Articles

Back to top button