Barak Valley

করিমগঞ্জে শহিদ ক্ষুদিরামের জন্মদিবস পালন AIDSO-র

পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : স্বাধীনতা আন্দোলনের আপসহীন বীর যোদ্ধা তথা বীর শহিদ ক্ষুদিরাম বসুর ১৩৫তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল AIDSO করিমগঞ্জ জেলা কমিটি৷ সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণে ৩ ডিসেম্বর সকাল ৯টায় ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন সংগঠনের ছাত্র-ছাত্রী সংগঠক সহ বিভিন্ন কর্মকর্তারা৷

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদিক সঞ্চিতা শুক্লা৷ তিনি বলেন, আজকের দিনে ক্ষুদিরাম বসুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা একান্ত আবশ্যক৷ কারণ ক্ষুদিরাম যে স্বপ্নের ভারতবর্ষ দেখেছিলেন এবং নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য সেই স্বপ্ন আজও অপূরিত৷

তিনি চেয়েছিলেন, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য এবং সমাজে থাকবে না কোন বৈষম্য৷ কিন্তু আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে শিক্ষা-স্বাস্থ্য কিনতে হচ্ছে মোটা টাকার বিনিময়ে৷ যা কিনা সাধারণস্তরের মানুষের কাছে প্রায় অসম্ভব. আর দেশের সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে বৈষম্য৷ তাই ক্ষুদিরামের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব আমাদের বহন করতে হবে এবং এই তাগিদ থেকেই আমরা AIDSO প্রতিবছরই ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি, মাস্টারদা, বিনয়-বাদল-দীনেশ, কনক লতা প্রভৃতি আপোষহীন ধারার বিপ্লবীদের স্মরণানুষ্ঠান পালন করে থাকি, কারণ প্রতি মুহূর্তে আমরা তাদের আদর্শকে নিজেদের মধ্যে আত্মস্থ করে এগিয়ে যেতে চাই৷

Show More

Related Articles

Back to top button