Barak Valley

করিমগঞ্জে শিশু সুরক্ষার সচেতনতায় আশাকর্মী

করিমগঞ্জ ২৬ জুলাই : সোনালী শৈশব সুরক্ষিত অসম, ৯০ দিন ব্যাপী কার্যসূচির অধীনে শুক্রবার করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভা কক্ষে এক সচেতনতামূলক কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনুম। এতে অংশ গ্রহণ করেন জেলার আশা কর্মীরা। শিশু সুরক্ষার প্রয়োজনীয়তা সহ শিশু সুরক্ষার খাতিরে সরকার থেকে কি কি সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করেন শিশু সুরক্ষা আধিকারিক দেবযানী দাস। পাশাপাশি বৈধ ও অবৈধ দত্তক তথা বাল্য বিবাহ নিয়ে বিশেষভাবে আলোচনা করেন শিশু কল্যাণ সমিতির সদস্য সত্যজিৎ দাস। শিশুদের বিভিন্ন সমস্যাগুলি এবং বিভিন্ন অনৈতিক দত্তক নিয়ে আলোচনায় বিশেষ জোর দেওয়া হয় । বৈধ দত্তক নিয়ে কি কি নিয়ম আছে, কারা শিশু দত্তক নিতে পারবে তাছাড়া দত্তকের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সি ডব্লিউ সি সদস্য সত্যজিৎ দাস আলোচনা করেন শিশুশ্রম, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ে। তিনি বলেন , একজন শিশুর সাথে অন্যায় অবিচার করার অর্থ হল আমাদের শিশু সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা। এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রায় ৫৪ জন আশাকর্মী। এছাড়া আশা কর্মীরা তাদের নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। সমাজের কাজে সবাই একসঙ্গে মিলে কাজ করবেন বলে নিজস্ব মত প্রকাশ করেন। আলোচনা শেষে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করা হয়।

Show More

Related Articles

Back to top button