Barak ValleySports
করিমগঞ্জে শুরু ৩য় অল আসাম সিনিয়র যোগাসন প্রতিযোগিতা
করিমগঞ্জ : ৩য় অল আসাম সিনিয়র যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে করিমগঞ্জে৷ দু’দিন ভিত্তিক চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজ্যের ২৬টি জেলা৷ প্রতিযোগিতা চলবে জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর স্টেডিয়ামে৷ শনিবার থেকে শুরু হয়েছে অল আসাম সিনিয়র যোগাসন প্রতিযোগিতা৷ করিমগঞ্জ জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা৷ এ দিন রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দ মহারাজ, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলাশাসক মৃদুল যাদব, অল আসাম যোগাসন অ্যাসোসিয়েশনের বিকাশ গোস্বামী প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন৷ করিমগঞ্জ সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জীব দাস জানান, ১৮-৫৫ বছর বয়সিদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ এতে প্রতিযোগীদের ৪টি ভাগে ভাগ করা হয়েছে৷ সোমবার বিকেলে প্রতিযোগিতার সমাপ্তি হবে বলে জানান সঞ্জীব৷