Barak Valley

করিমগঞ্জে শ্রীময়ীর আয়োজনে শুরু প্রদর্শনী

করিমগঞ্জ : হাতের তৈরি হাজার সামগ্রী থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ সহ পিঠেপুলির পসরা নিয়ে বসেছেন মহিলারা৷ দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনের এই সেল কাম প্রর্শনীর সূচনা করেছে করিমগঞ্জ শ্রীময়ী৷ শুক্রবার থেকে শুরু হয় এই প্রদর্শনী৷ চলবে রবিবার পর্যন্ত৷ গোটা বরাক মিলিয়ে মোট ২৫টি স্টল রয়েছে এতে৷ অংশ নিয়েছেন শিলচর, হাইলাকান্দির শ্রীময়ীরাও৷ আয়োজন করেছেন করিমগঞ্জের রিন্টি দাস৷ মূলত তার সংস্থার নামই শ্রীময়ী৷

এদিন শহরের এক অভিজাত হোটেলে শুরু হয় প্রদর্শনী৷ এতে প্রত্যেক মহিলাই লালপেড়ে সাদা শাড়ি পড়েছিলেন৷ রিন্টি বলেন, এবার ২ বছর হল তাদের আয়োজন৷ মূলত, এখন অনেক মহিলারা অনলাইনে ব্যবসা করছেন৷ এসব মহিলাদের নিয়েই এই এগজিবেশনের আয়োজন করা হয়েছে বলে জানান রিনটি৷ অংশ নিয়েছেন করিমগঞ্জের মমতা দাস, জয়া দাশগুপ্ত, মিতু ভট্টাচার্য, সহ শিলচরের সুনন্দা দেবরায়, অনামিকা নাথ, হাইলাকান্দির নিবেদিতা কর ঘোষ সহ অন্য মহিলারা৷

Show More

Related Articles

Back to top button