করিমগঞ্জে সভা পতঞ্জলি যোগ শিবির নিয়ে সিদ্ধান্ত

নিলামবাজার : পতঞ্জলি ভারত স্বাভিমান সমিতির দক্ষিণ করিমগঞ্জ শাখার এক সাধারণ সভা নিলামবাজার চান বাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়৷ রবিবার বিকেল ৩টায় গায়ত্রী মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ দক্ষিণ করিমগঞ্জ তহসিলের ভারত স্বাভিমান সমিতির সভাপতি চন্দন নাথের পৌরোহিত্যে জেলা যোগ সমিতির সভাপতি সিদ্ধার্থশংকর দাস ও উত্তর করিমগঞ্জ যোগ সমিতির সভাপতি বকুল নাথ ও পতঞ্জলি জেলা মিডিয়া প্রবাহী বিপ্র নাথের উপস্থিতিতে সভা শুরু হয়৷ উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন জেলা সভাপতি সিদ্ধার্থশংকর দাস৷ দক্ষিণ করিমগঞ্জ পতঞ্জলি যোগ সমিতির পুনর্গঠন ও দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে যোগ শিবিরগুলিকে আরও শক্ত করে গড়ে তুলতে এবং পাশাপাশি আরও নতুন যোগ শিবির আয়োজনের কর্মপন্থা হাতে নেওয়া হয়৷ নিলামবাজার অঞ্চলে ২৫ দিনের যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়৷ পরে পতঞ্জলি যোগ সমিতির নবগঠিত সমিতি প্রভারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়৷ ছিলেন দক্ষিণ করিমগঞ্জ পতঞ্জলি ভারত স্বাভিমান সমিতির চন্দন নাথ, সহ-সভাপতি সীমা নাথ, ভারত স্বাভিমান সমিতির সাধারণ সম্পাদক সুজন নাথ, পতঞ্জলি যোগ সমিতির সভাপতি শ্যামল কান্তি দেব, যুব ভারতের সভাপতি দীপঙ্কর মালাকার, পতঞ্জলি কিষান সমিতির সভাপতি পরাগ দাস, পতঞ্জলির মিডিয়া প্রভারী দেবাশীস নমশূদ্র প্রমুখ৷