করিমগঞ্জে সম্পূর্ণা নারী সংস্থার পৌষ মেলা ১১-১৩ জানুয়ারি
করিমগঞ্জ : করিমগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সম্পূর্ণা নারী সংস্থা’ আয়োজিত ‘পৌষ পার্বন মেলা’র উদ্বোধন হবে ১১ জানুয়ারি, বৃহস্পতিবার৷ এদিন সন্ধ্যা ৫টায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে শুরু হবে মেলা৷ ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা৷ সংগঠনের সভানেত্রী সুচেতা সোম ও প্রতিষ্ঠাতা সম্পাদিকা পারমিতা পাল বণিক, সদস্যা শর্মিষ্ঠা চক্রবর্তী, জয়া নাথ, মোহনা চক্রবর্তী, সিক্তা দাস, টিনা ধর, রূপালী রায়, সন্দীপ্তা চক্রবর্তী, দুলন নাগ, অনিতা দেবরায় প্রমুখ বলেন, বিগত কয়েক বছর ধরে সম্পূর্ণা নারী সংস্থা এই মেলার আয়োজন করে আসছে৷ এই মেলার মূল উদ্দেশ্য হল পৌষ সংক্রান্তির আগে পিঠেপুলির সম্ভার মানুষের সামনে তুলা ধরা৷
৩ দিনের এই মেলা প্রতিদিন ৫টায় শুরু হবে৷ চলবে রাত ৯টা পর্যন্ত৷ মেলায় থাকবে কাটিগড়া, কালীগঞ্জ, নিলামবাজার, কায়স্থগ্রাম সহ বিভিন্ন এলাকার স্টল৷ দুস্থ মহিলাদের কথা চিন্তা করে ৩ দিনের এই মেলায় স্টলের জন্য কোনও Registration Fee লাগবে না৷ মেলায় এখন পর্যন্ত ৪০টিরও বেশি স্টলের Registration হয়েছে৷ সংস্থা আশাবাদী, সংখ্যা ৫০-র অধিক হবে৷ এছাড়া প্রতিদিন মেলায় থাকবে করিমগঞ্জের বিভিন্ন সংগঠনও তাদের সংস্থা পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান৷ থাকবে এতদঞ্চল সহ বহিঃরাজ্যের রকমারি স্বাদের পিঠেপুলির সম্ভার৷ সংস্থা আশাবাদী, এবার অন্যান্য বছর থেকে বেশি লোক সমাগম হবে৷ আশানুরূপ বিক্রি হবে স্টলের সামগ্রীও৷