Barak Valley

করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবসে বিভিন্ন কর্মসূচি প্রস্তুতি, প্রস্তুতি শুরু জেলা প্রশাসনের

করিমগঞ্জ : আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুধবার৷ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে সকাল ১১টায় জেলা আয়ুক্ত সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই সভা হয়৷ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়৷

জেলা ক্রীড়া সংস্থার মাঠে মূল অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিক্ষা বিভাগকে নির্দেশ দেন স্বয়ং জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ জেলা আয়ুক্ত যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে অতিরিক্ত জেলা আয়ুক্ত রূপক মজুমদার এবারের ২৬ জানুয়ারি উপলক্ষে আয়োজিত বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড গ্রহণ সহ নানা অনুষ্ঠান পরিচালনার জন্য যেসব আধিকারিক নিয়োজিত করা হয়েছে, তাঁদের নামের তালিকা তুলে ধরেন মজুমদার৷

প্রাসঙ্গিক বক্তব্যে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, মূল অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ আবশ্যক৷ প্যারেডে সরকারি-বেসরকারি স্কুলের পড়ুয়ারা যাতে বেশি সংখ্যায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য শিক্ষা বিভাগের আধিকারিকদের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলা আয়ুক্ত৷ প্যারেডের অনুশীলন শুরু করতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাঠকে উপযোগী করে তুলতে জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তীর সহযোগিতা কামনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ একই সঙ্গে বিভিন্ন সরকারি বিভাগের ট্যাবলোকে প্রদর্শনীর জন্য তুলে ধরার ক্ষেত্রে প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেন৷ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অস্ত্র প্রদর্শনী তুলে ধরা হবে৷ তবে মুখ্য অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চের পাশে অস্ত্র প্রদর্শনীর ব্যবস্থা করতে সভায় উপস্থিত বিএসএফ আধিকারিককে নির্দেশ দেন জেলা আয়ুক্ত৷ একই সঙ্গে বিভিন্ন সংস্থা-সংগঠনকে এগিয়ে এসে রক্তদান শিবির আয়োজন সহ সরকারি হাসপাতাল, রেডক্রস, জেলা কারাগারে ফলমূল বিতরণের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷

অন্যদিকে, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ মূল অনুষ্ঠানের চারপাশে পুলিশ সহ অতিরক্তভাবে CRPF মোতায়েন করা হবে৷ অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে শীঘ্রই প্যারেড প্রশিক্ষণ শুরু হবে৷ অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন তৎপর থাকবে বলে জানান স্বয়ং পুলিশ সুপার দাস৷

বুধবারের সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব, প্রিয়াঙ্কা ইয়ুমনাম, অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, ASTC Chairman মিশন রঞ্জন দাস, KDA Chairman দেবব্রত সাহা, উপপৌরপতি সুখেন্দু দাস, সহ বিভিন্ন বিভাগের আধিকারিক এবং প্রশাসনিক কর্তা ও সংস্থা-সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button