EntertainmentBarak Valley

করিমগঞ্জে সুরের জাদু ছড়িয়ে দিল সঙ্গীতপ্রেমী দল

করিমগঞ্জ : ‘সঙ্গীতপ্রেমী দল’-র আয়োজনে স্থানীয় রাধাকৃষ্ণ বিবাহ ভবনে এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে শিলচর, গুয়াহাটি ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন৷ শিল্পীদের সুললিত কন্ঠের জাদুতে উপভোগ্য হয়ে উঠে এদিনের সঙ্গীত সন্ধ্যাটি৷ এটা হচ্ছে ‘সঙ্গীতপ্রেমী দল’-র ২য় অনুষ্ঠান৷ কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু হয়েছিল ‘সঙ্গীতপ্রেমী দল’-র৷

অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা ছিলেন তরুণ দাস, সজল দাস, অনুপ দাস, সুরঞ্জন রায়, সুস্মিতা চক্রবর্তী, সঙ্গীতা দে, সৌম্যজিত মজুমদার, ময়ূরী দাস, প্রিয়াঙ্কা দাস চৌধুরী, রূপায়ণ সেন, রিমি সরকার, সন্দীপন রুদ্রজ, দেবশ্রী দত্ত, প্রসূন দেব, নীলাদ্রি দাস, মনোজ ভট্টাচার্য, অশোক দাস, আশিস সিনহা, অনুপ ধর ও অরূপরতন দাস৷ প্রত্যেক শিল্পী দু’টি করে গান পরিবেশন করেন৷ শিল্পীদের যন্ত্রানুসঙ্গে সহযোগিতা করেন বিপ্রদীপ রায়, রঞ্জিত দেব, সুমন ভদ্র, পার্থ কর্মকার, চিরঞ্জীব অধিকারী, নন্দকিশোর প্রমুখ৷

অনুষ্ঠান সঞ্চালনায় যথাযথ দায়িত্ব পালন করেন অরূপরতন দাস৷ অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার পিছনে ছিলেন সভাপতি তরুণ দাস, সম্পাদক শান্তনু দাস, সঙ্গীত শিল্পী অনুপ দাস, সজল দাস ও অরূপরতন দাস৷ ধ্বনি নিয়ন্ত্রণ করেন চন্দন দাস৷

Show More

Related Articles

Back to top button