করিমগঞ্জে স্ট্রংরুমের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ সুপার
করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভা নির্বাচনে ২৪ জন প্রার্থীর ভাগ্য স্ট্রংরুমে বন্দি৷ ফলাফল জানতে হলে ভোটারদের অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন অবধি৷ গত শনিবার সকালেই কড়া নিরাপত্তা প্রহরায় ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো স্ট্রংরুমে রাখা হয়৷ কমিশনের এক্সপেনডিচার অবজারভার প্রদীপ বিশ্বাস, জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্ট্রংরুম তালাবন্ধ করে সিল করা হয় এদিন৷ EVM ভেতরে ঢোকানোর পর স্ট্রংরুম তালাবন্ধ করার দৃশ্য videography করা হয়৷ রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে স্ট্রংরুম৷ সিসি ক্যামেরায় মোড়া রয়েছে স্ট্রংরুম সহ college campus. এককথায় নির্বাচন কমিশনের guideline অনুযায়ী যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
এবার স্ট্রংরুমের EVM-এও নজরদারি করতে পারবে রাজনৈতিক দলগুলি৷ স্ট্রংরুমে কারচুপির অভিযোগ এড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে কমিশন৷ নির্দেশনা মতে, স্ট্রংরুমের বাইরে স্বীকৃত রাজনৈতিক দলগুলি শিবির করে বসে নজরদারি করতে পারবে৷ এমনকি স্ট্রংরুমে থাকা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে ভিতরে কোন কারচুপি হচ্ছে কিনা, তাও জানতে পারবে রাজনৈতিক দল৷ প্রার্থী কিংবা তাঁর প্রতিনিধি যদি স্ট্রংরুমে থাকা EVM গুলো দেখতে চান, দিনে একবার নির্দিষ্ট নিয়মকানুন মেনে দেখানোর ব্যবস্থা রয়েছে৷
শনিবার করিমগঞ্জ কলেজের স্ট্রংরুমের নিরাপত্তা খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা৷ পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সব মিলিয়ে ৪টি স্ট্রংরুম রয়েছে৷ স্ট্রংরুমের আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে৷ চারদিকে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি৷