Barak Valley

করিমগঞ্জে স্ট্রিট লাইট সমস্যার সমাধান নন্দিতার

করিমগঞ্জ : ঝটিকা সফরে করিমগঞ্জ এসে পৌরসভার দুশ্চিন্তা দূর করে গেলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গারলোসা৷ রবিবার বিকেলে তিনি করিমগঞ্জ এসে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিং করেন৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন সহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ রাত ৭টা নাগাদ তিনি যান জেলা বিজেপির কার্যালয়ে৷ সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যরা৷

জেলা কার্যালয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস, এএসটিসি-র মিশন রঞ্জন দাস, জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে করিমগঞ্জ শহরের স্ট্রিট লাইট যে জ্বলছে না এ নিয়ে আলোচনা করেন৷ স্ট্রিট লাইট না থাকায় যে অসুবিধা হচ্ছে সেটাও তারা মন্ত্রীর কাছে তুলে ধরেন৷ বিদ্যুৎ বিভাগের বকেয়া বিদ্যুৎ বিল পৌরসভার পক্ষ থেকে পরিশোধ না করায় পৌর এলাকায় স্ট্রিট লাইটের কানেকশন দীর্ঘদিন ধরে ডিসকানেক্ট করে রাখা হয়েছে৷ সব কথা শুনে মুহূর্তের মধ্যে এই সমস্যার সমাধান করে দেন বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গারলোসা৷ শহরে তাঁর উপস্থিতিতেই বিশ্বকর্মা পূজার প্রাক সন্ধ্যায় জ্বলে উঠে সব স্ট্রিট লাইট৷

Show More

Related Articles

Back to top button