Barak Valley

করিমগঞ্জে হনুমান পূজা ১১ জুন, প্রস্তুতি জোরদার

করিমগঞ্জ : করিমগঞ্জ টাউন ক্লাবের উদ্যোগে এবছর হনুমান পূজা আয়োজিত হবে আগামী ১১ জুন৷ শিববাড়ি রোডের শিবমন্দিরের পাশে পুজো হবে৷ ১০ জুন সন্ধ্যা ৭টায় পুজো মণ্ডপ ও মূর্তি উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজা৷ টাউন ক্লাবের সভাপতি হিসাবে বিধায়ক কৃষ্ণেন্দু পাল দায়িত্বে রয়েছেন৷ এবারের পুজো কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মনোজিৎ চক্রবর্তী এবং সম্পাদক হিসাবে রয়েছেন রাতুল দত্ত৷ কোষাধ্যক্ষ পদে পঙ্কজ দাস ছাড়া রুপু দাস, মান্না পাল, অমিতাভ দাস সদস্য হিসাবে রয়েছেন৷ তাছাড়া উপদেষ্টা হিসাবে বিজেপি সভাপতি সূব্রত ভট্টাচার্য, মিশনরঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র দেব, দেবব্রত সাহা, সঞ্জীব বণিক সহ অন্যরাও রয়েছেন৷ এবার বিগ বাজেটের এই পুজো হবে শিববাড়ি রোডে৷ হনুমানের সঙ্গে রামের পুজো হচ্ছে৷ ৯ ফুট উচ্চতার, ৭০ হাজার টাকা বাজেটের৷ হনুমানের মূর্তি তৈরী করছে প্রতিমা শিল্পালয়৷ আগামী ১০ জুন মিছিল সহকারে পুজা হবে মণ্ডপে৷ ১১ জুন সকালে পূজার্চনা ও অঞ্জলি দেওয়া হবে৷ ভোগ এবং যজ্ঞের পর দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ৷ সন্ধ্যায় সুন্দরকাণ্ড পাঠ হবে মণ্ডপ চত্বরে৷ টাউন ক্লাবের সম্পাদক পৃথ্বীরাজ পাল জানান, গত বছর আম্বেদকর পার্কে পুজোর সূচনা হয়৷ এবছর ২য় বার টাউন ক্লাবের উদ্যোগে হনুমান পূজা আয়োজিত হয় শিববাড়ি রোডে৷ সঙ্কটমোচন সবার জীবনের দুঃখ-কষ্ট দূর করবেন৷ এই প্রত্যাশা নিয়ে পুজোর আয়োজন৷ পুজাকে সর্বাঙ্গসুন্দর করতে সবার সহযোগিতা কামনা করেন সম্পাদক পৃথ্বীরাজ পাল৷

Show More

Related Articles

Back to top button