করিমগঞ্জে ১০০ কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক মহিলা সমেত চার
করিমগঞ্জ : করিমগঞ্জে ১০০ কোটি টাকার হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে এক মহিলা সহ চারজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গুয়াহাটি থেকে ছুটে আসেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি পার্থসারথি মহন্ত। এসটিএফ-এর ডিআইজি এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল করিমগঞ্জের অদূরে সুপ্রাকান্দি এলাকায় অভিযান চালায়।
ডিআইজি পার্থসারথি মহন্ত জানান, ওই অভিযানে মিজোরাম থেকে আগত এমজেড ০৬ এ ১৪২২ নম্বরের মারুতি প্রেস্ট মডেলের গাড়িতে তালাশি চালিয়ে গাড়ির কয়েকটি গোপন চেম্বার থেকে ৫.১ কেজি নিষিদ্ধ হেরোইন, ৬৪ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট, চার কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে অভিযানকারী পুলিশের দল। মাদক পাচারের অভিযোগে গাড়ির তিন আরোহী পাথারকান্দির বাসিন্দা নুর আহমেদ, মিজোরামের বাসিন্দা জোসাংলিয়ানি, লালচামলিয়ানি এবং রমঙ্গেকাকে আটক করে এসটিএফ। এ খবর লেখা পর্যন্ত ধৃত চারজনকে নিলামবাজার থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।