করিমগঞ্জে ১০ হাজার ইয়াবা সহ ধৃত ১
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সদর শহরে ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার হয়েছে জনৈক নূর উদ্দিন নামের যুবককে। ধৃত যুবক শহরের তিলকচাঁদ রোড এলাকার বাসিন্দা।
গোপন সূত্রে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে টাউন পুলিশ ইনচার্জ পলাশ বরার নেতৃত্বে আজ সোমবার শহরের তিলকচাঁদ রোডের কাছে অভিযান চালিয়ে নূর উদ্দিনের হেফাজত থেকে মাদক ১০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে সদর থানার পুলিশ। বাজেয়াপ্তকৃত ইয়াবাগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ৩০ লক্ষ টাকা হবে।
পুলিশ সূত্রের খবর, বহিঃরাজ্য থেকে সরবরাহ করা হয়েছিল ইয়াবা ট্যাবলেটগুলি। উদ্দেশ্য ছিল বেঙ্গালুরুতে পাচার করা। কিন্তু পাচারের আগে পুলিশ তার পরিকল্পনা ভেস্তে দেয়। ১০ হাজার ইয়াবা ট্যাবলেটের সঙ্গে এডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় নূর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনের হ্যান্ডসেটও।
ধৃত মাদক কারবারি নূর উদ্দিনকে সোমবার সিজেএম আদালতে তোলা হয়েছিল। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে জেল হাজতে।
উল্লেখ্য, ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় সামগ্রীর রমরমা ব্যবসা চলছে করিমগঞ্জ শহর সহ সীমান্ত এলাকা জুড়ে। বিশেষ করে মায়ানমারে তৈরি নেশাজাতীয় ট্যাবলেটের বাংলাদেশে প্রচুর চাহিদা থাকায়, করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে করিমগঞ্জ জেলাকে। বহিঃরাজ্য থেকে আমদানি করে করিমগঞ্জের সীমান্ত দিয়ে পাচার করা হয় বাংলাদেশে। এছাড়া বাংলাদেশের পাশাপাশি পশ্চিম ভারতে ইয়াবা পাচারের বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে।