Barak Valley

করিমগঞ্জে ৮টি আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন

করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের আধার সেল থেকে জারি করা এক আদেশে জেলার ৮টি আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে৷ এতে উত্তর করিমগঞ্জ ব্লকের কুশিয়ারকুল এইচএস স্কুলের পরিবর্তে করিমগঞ্জের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্মালয়ে আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলা হয়েছে৷ পাশাপাশি, দক্ষিণ করিমগঞ্জ ব্লকে বদরপুরস্থিত রামলোচন হাইস্কুলের পরিবর্তে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় এবং বদরপুর ব্লকে ভাঙ্গা এইচএস স্কুলের পরিবর্তে বদরপুর জল সম্পদ বিভাগের সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার বদরপুর ইনভেস্টিগেশনের কার্যালয়ে আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলার জন্য স্থান নির্বাচন করা হয়েছে৷

এদিকে পুতনি চা বাগান মডেল স্কুলের পরিবর্তে পাথারকান্দি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুলের পরিবর্তে স্থানীয় ইরিগেশন সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে৷ অনুরূপভাবে, দুল্লভছড়া সিভিপি হায়ার সেকেন্ডারি স্কুলের পরিবর্তে চেরাগি ফরেস্ট রেঞ্জ অফিসে এবং চরগোলা পাবলিক এইচএস স্কুলের পরিবর্তে দুল্লভছড়া আইবিতে আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলা হচ্ছে৷

এছাড়া আর কে বিদ্যাপীঠ এইচএস স্কুলের পরিবর্তে রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আধার এনরোলমেন্ট কেন্দ্রের নতুন স্থান নির্বাচন করা হয়েছে৷ ওই আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একজন কর্মীকে ভেরিফায়ার হিসেবে নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে৷ ওই কর্মী জনগণের নাম, ঠিকানা, বয়স ইত্যাদির নথিপত্র যাচাই করবেন৷

Show More

Related Articles

Back to top button