করিমগঞ্জে IPL-কে ঘিরে চলছে জুয়া
করিমগঞ্জ : রমরমিয়ে IPL জুয়ার আসর চলছে করিমগঞ্জে৷ প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলছে শহরে৷ এজেন্টদের ব্যবহার করে প্রতিদিন মোটা অঙ্কের টাকা কামাচ্ছে উত্তম, সজল, কাজল নামের ক’জন ব্যক্তি৷ তবে আশ্চর্যজনক ভাবে গোটা শহরজুড়ে জোয়া চললেও নীরব ভূমিকায় রয়েছে পুলিশ৷ গোটা বছরই জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে উত্তম, টেক্কা নামের ক’জন ব্যক্তি৷ তবে IPL শুরু হলেই তারা আরও বেপরোয়া হয়ে উঠে৷ এমনকি এই জুয়ার ব্যবসার জন্য তারা দস্তুরমতো এজেন্টও নিয়োগ করেছে৷ প্রতিদিন বিকেল মারফত এজেন্ট মারফত মোটা টাকা কামাই করছে তারা৷ তবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হচ্ছে না৷
জানা গেছে, বিভিন্ন মহলকে ম্যানেজ করে তারা এই জুয়ার ব্যবসা চালাচ্ছে৷ তাদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে একাধিক পরিবার৷ ওই সব পরিবারের কলেজ পড়ুয়ারা IPL জুয়ায় জড়িত হচ্ছে৷ একটি সূত্রের দাবি, উত্তম-সজলরা মূলত কলেজ পড়ুয়ারাদের টার্গেট করেই এই ব্যবসা চালাচ্ছে৷ গত বছর IPL-র সময় পুলিশের ধাওয়া খেয়ে ত্রিপুরা পালিয়ে গিয়েছিলো এই জুয়াড়িরা৷ এবার দিল্লি বসে এই ব্যবসা চালাচ্ছে৷ তাদের network ত্রিপুরায়ও রয়েছে বলেও জানা গেছে৷ তবে রহস্যজনকভাবে নীরব ভূমিকায় রয়েছে পুলিশ৷