করিমগঞ্জ আসনে মনোনয়ন পেশ এআইইউডিএফ প্রার্থী সাহাবুলের
করিমগঞ্জ : লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে আজ মঙ্গলবার এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী মনোনয়ন পেশ করেছেন। দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের উপস্থিতিতে এদিন করিমগঞ্জের জেলাশাসক তথা রিটানিং অফিসার মৃদুল যাদবের হাতে তিনি তাঁর মনোনয়নপত্র পেশ করেছেন।
মনোনয়নপত্র দাখিল করার সময় তাঁর সাথে ছিলেন দলীয় বিধায়ক হাফিজ বসির আহমেদ কাসিমী, বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়াঁ, বিধায়ক জাকির হুসেন লস্কর, বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী, বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সহ করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা এআইইউডিএফ সভাপতি
যথাক্রমে আজিজুর রহমান তালুকদার, আফজাল হোসেন লস্কর, দলের করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির পদাধিকারী সহ দলীয় কর্মকর্তারা।
মনোনয়ন পেশ করে দু-লক্ষের বেশি ভোটে জয় নিয়ে আশা প্রকাশ করেন প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী। বলেন, এবারের নির্বাচনে সরাসরি লড়াই হবে বিজেপি প্রার্থীর সঙ্গে। মূল লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছেন কংগ্রেস প্রার্থী।