করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ২৭টি মনোনয়ন বৈধ
করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজে জমা পড়া ২৭টি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করলেন returning officer কিসমত সুলতানা৷ জমা পড়া একটি মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়৷ বয়সজনিত কারণে NSUI-র sports secretary ছাত্র সংসদ নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না৷
টানা ৬ বছর করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে৷ এই নির্বাচনকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের অন্ত নেই৷ চলছে ব্যাপক প্রচার৷ করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ছাত্র সংগঠন NSUI ও ABVP-র ২৮টি মনোনয়ন পত্র গ্রহণ করলেও ১টি বাতিল করা হয়৷ তবে কলেজ কর্তৃপক্ষের কাছে ৬০টিরও অধিক মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছিল৷ বৃহস্পতিবার জমা পড়া ২৮টি মনোনয়ন পত্রের মধ্যে ১টি মনোনয়ন পত্র বাতিল করা হয়৷
আগামী ৫ ফেব্রুয়ারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ৷ করিমগঞ্জ কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা ৩১০০৷