Barak ValleyEducation

করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান ১৯-২১ এপ্রিল

করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উৎসবের সূচনা পর্বের অনুষ্ঠান সাফল্যমন্ডিত হওয়ার পর্বের অনুষ্ঠান সাফল্যমন্ডিত হওয়ার পেছনে প্রচার ও জন সম্পর্ক উপ সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ প্রচার সমিতির প্রতিজন সদস্য সূচনা পর্বের অনুষ্ঠানের প্রচার ও প্রসার সঠিকভাবে সম্পাদন করার ফলে শোভাযাত্রায় ১০ হাজার লোক সমাগম হয়েছিল৷ প্রচার সমিতির সবাই আরও সক্রিয় হলে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের বর্ষব্যাপী অনুষ্ঠানের অন্তিম পর্যায়ের সূচনা অনুষ্ঠানে নতুন রেকর্ড গড়বে৷ শনিবার প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির প্রচার উপ সমিতির সভায় এ কথা বলেন উৎসব কমিটির সম্পাদক ড. রামানুজ চক্রবর্তী৷ প্রচার উপ সমিতির চেয়ারম্যান সুখেন্দু বিকাশ পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক রাহুল চক্রবর্তী বলেন, প্রচার সমিতি অনেক আগে থেকে কাজ শুরু করেছে৷ প্ল্যাটিনাম জুবিলির বিভিন্ন অনুষ্ঠান প্রচার সমিতির সদস্যরা ছাপা মাধ্যম, বৈদ্যুতিক মাধ্যম ও সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন৷

প্রচার সমিতির সদস্যরা আলোচনায় অংশ নিয়ে বলেন, ১৯-২১ এপ্রিল উৎসবের দিন চূড়ান্ত করা হয়েছে৷ ফলে জোরদার প্রচার শুরু হবে৷ সংবাদ পত্র, বৈদ্যুতিক মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের প্রচার ছড়িয়ে দিতে হবে৷ শহরের বিভিন্ন স্থানে ব্যানার লাগানোর পাশাপাশি মাইকযোগে প্রচার শুরু করার প্রস্তাব দেন সদস্যরা৷

কলেজ অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী বলেন, করিমগঞ্জ কলেজে কয়েক লক্ষ প্রাক্তন ছাত্র দেশ-বিদেশে রয়েছেন৷ তাঁদের সঙ্গে প্রচার মাধ্যমের সহযোগিতায় যোগাযোগের যোগাযোগের আহ্বান জানান তিনি৷ প্রচার জোরদার করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার জুবিলি কমিটি সহায়তা করবে বলে আশ্বাস দেন৷

প্রচার উপ সমিতির সভায় আলোচনায় অংশ নেন নির্মাল্য দাস, অপূর্ব দত্ত, পাপ্পু কুরি, ধীমান রায়, সুজয় ধর, বীরব্রত আচার্য, গৌরিশ নন্দী, অসীম দেব, দীপাঞ্জন দে, হিল্লোল দত্ত, বিভাস দাস প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button