করিমগঞ্জ কলেজ নির্বাচন : এবিভিপির মামলায় স্থগিতাদেশ আদালতের
করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে শপথ গ্রহণ অনুষ্ঠানের ওপর জুনিয়র ডিভিশন ২মে স্থগিতাদেশ দিয়েছিল তা ১৮ মার্চ পর্যন্ত বাতিল করেছে করিমগঞ্জের সিনিয়র ডিভিশন আদালত৷ ফলে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের শপথ গ্রহণ করার ক্ষেত্রে কার্যত আইনি ঝামেলা আর রইল না৷
করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আদালত পর্যন্ত গড়ায়৷ সাধারণ সম্পাদক পদে ২ ভোটে বিজয়ী হন NSUI-র প্রার্থী সুস্মিত দেব৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে করিমগঞ্জের আদালতে মামলা দায়ের করা হয়৷ আইনজীবী বিপ্লব দেব মামলা পরিচালনা করেন৷ করিমগঞ্জ জেলা দায়রা জজের আদালতে জুনিয়র ডিভিশন ২ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন৷ আদালতের সেই নির্দেশ করিমগঞ্জ কলেজে পৌঁছানোর আগেই ছাত্র সংগঠন NSUI-র ৯ জন নির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৫ জন সদস্য শপথ গ্রহণ বয়কট করেন৷ পরবর্তীতে শপথ গ্রহণ না করার জন্য আদালতের নির্দেশ আসায় করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ সে বিষয়ে কোন তৎপরতা দেখায়নি৷
জুনিয়র ডিভিশন আদালতের হস্তক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ সিনিয়র ডিভিশন আদালতে আপিল করে৷ সেই মামলা পরিচালনা করেন আইনজীবী সুব্রত কুমার পাল৷ তিনি আদালতকে যুক্তি দেখিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন পঞ্চায়েত কিংবা বিধানসভা নির্বাচনের মতো নয়৷ কলেজের সংবিধান এবং কর্তৃপক্ষ নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন৷ জেলা দায়রা জজের সিভিল ডিভিশন আদালত পূর্ববর্তী আদালতের নির্দেশের ওপর ১৮ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন৷ ফলে এই সময়ের মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিজয়ী প্রার্থরা শপথ গ্রহণ করতে পারবেন বলে আইনজীবী জানিয়েছেন৷