Barak Valley
করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা
করিমগঞ্জ : করিমগঞ্জের আকবরপুরস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে মঙ্গলবার করিমগঞ্জ বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন যোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব এক্সটেনশন এডুকেশন ডা. মনোরঞ্জন নেওগ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিও (সদর) অমিত পারবোসা৷
এছাড়াও বিভিন্ন সহযোগী বিভাগ কৃষি, পশুপালন ও পশু চিকিৎসা, মীন, জলসেচ, জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র এবং জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের জেলা পর্যায়ের কর্মকর্তা সভায় অংশ নেন৷ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও বরিষ্ট বিজ্ঞানী ডা. পি চৌধুরী উপস্থিত সবাইকে স্বাগত জানান৷
ডা. নেওগ জেলার ফসলের গুণগতের মান ও পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন৷ পাশাপাশি সভায় অগ্রণী কৃষকদের মধ্যে সঙ্গীতা পাল, রাজেশ দে ও কানু বিশ্বাস অংশ নিয়ে বক্তব্য পেশ করেন৷