করিমগঞ্জ ক্রীড়া ভারতীর হনুমান জয়ন্তী পালন
করিমগঞ্জ : হনুমান জয়ন্তী পালন করল ক্রীড়া ভারতী৷ শনিবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি রোডের যোগাসন ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সূর্য নমস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এদিন ভারত মাতা ও হনুমানজির চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ভারতীর করিমগঞ্জ জেলা সম্পাদক সুদীপ রায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে গীত পরিবেশন করেন কেশব লালা ধর৷ হনুমান চালিশা পাঠ করেন মৌসুমী মালাকার, দেবী পাল,রূপা চক্রবর্তী, শিবানী ভট্টাচার্য প্রমুখ৷ নৃত্য পরিবেশন করেন পলক কুরি৷ ক্রীড়া ভারতীর জেলা সভাপতি সিদ্ধার্থ শংকর দে-র পৌরোহিত্যে সভায় হনুমান জয়ন্তী পালন ও ক্রীড়া ভারতীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কর্মকুঞ্জ বিভাগ সম্পর্ক প্রমুখ আলোক পাল৷ বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত সম্পাদক সমীর দাস, ক্রীড়া ভারতীর প্রান্ত সভাপতি সনু ভট্টাচার্য৷ অনুষ্ঠানে যোগাসন ট্রেনিং সেন্টারের কর্ণধার সঞ্জীব দাসকে সম্মান জানানো হয়৷
এদিকে সূর্য নমস্কার প্রতিযোগীতায় জয়ীরা হলেন ১ম সুনয়না দত্ত, ২য় পর্ব দাস ও ৩য় রুদ্র দাস৷ প্রতিযোগীতা শেষে জয়ীদের শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে ক্রীড়া ভারতীর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শুভাশিস নাথ, অম্লান দাস চৌধুরী, আশিস নাগ, বাপ্পী দত্ত, কৃষ্ণেন্দু মালাকার৷ কল্যাণ মন্ত্রের অনুষ্ঠানের সমাপ্তি হয়৷